করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র

|

করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মহামারিতে ৪৮ লাখ ৩০ হাজার ছাড়ালো মোট প্রাণহানি। কয়েকদিনের বিরতির পর মঙ্গলবার করোনায় আবারো সাড়ে ৭ হাজার মৃত্যু দেখলো বিশ্ব।

আবারও দৈনিক মৃত্যু ও শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র। এদিন মার্কিন মূলুকে ১৮শ’র বেশি মানুষ মারা গেছেন করোনায়। শনাক্ত হয়েছে সাড়ে ৯৪ হাজারের মতো সংক্রমণ।

রাশিয়া রেকর্ড ৮৯৫ জনের মৃত্যু দেখলো মঙ্গলবার; দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনার বিস্তারও। এদিন- ব্রাজিলে ৬৮৬, মেক্সিকো-ইউক্রেনে ৩ শতাধিক এবং ভারত-তুরস্ক-ইরান ও রোমানিয়ায় আড়াইশোর বেশি মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৬৫ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply