প্রতারণার ফাঁদে পড়ে কারাগারে থাকা পাঁচ দিনমজুরের জামিন

|

প্রতারকচক্রের ফাঁদে পড়ে সরকারি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে করা মামলার পাঁচ দিনমজুরের এক বছরের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বুধবার (৬ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মাদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। ওই পাঁচ দিনমজুর হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবাঁস গ্রামের বিধবা ফুলমনি রানী, রণজিৎ কুমার, প্রভাস চন্দ্র, কমল চন্দ্র রায় ও নিখিল চন্দ্র বর্মণ। পাঁচজনই কারাগারে আছেন।

এসময় করোনা মহামারিতে প্রণোদনার নামে ফাঁদ পেতে সাধারণ শ্রমজীবী মানুষদের ফাঁসিয়ে দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, লুটপাটকারীদের পরিবর্তে সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা করা হলো, এর কী কারণ?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply