ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে র‍্যাব

|

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের সিংড়া থেকে টিপু সুলতান নামে এক ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

বুধবার (৬ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার বিলদহর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক টিপু সুলতান একই এলাকার মহসিন আলী প্রামাণিকের ছেলে।

নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত ০৫ অক্টোবর নাটোর র‍্যাব ক্যাম্পে মোস্তফা কামাল নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, একজন অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে র‍্যাবের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার থেকে টাকা দাবি করে।

ওই অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ এর সদস্যরা উপজেলার বিলদহর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়দানকারী টিপু সুলতানকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম জব্দ করা হয়।

পরবর্তীতে আটককৃত টিপু র‍্যাব সদস্য হিসেবে পরিচয়দান ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে। এ ঘটনায় সিংড়া থানায় অভিযুক্ত টিপু সুলতানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply