২০৫০ সালের মধ্যে ৫০০ কোটি মানুষ পানি সংকটে পড়বে: জাতিসংঘ

|

ছবি: সংগৃহীত।

২০৫০ সালের মধ্যে বিশ্বের ৫০০ কোটি মানুষ পানি সংকটে ধুঁকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ব আবহাওয়া অরগানাইজেশন- ডাব্লিউএমও এর বরাত দিয়ে এনডিটিভি জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে জলজ বিপদের সংখ্যা বাড়বে। এর মধ্যে যেমন রয়েছে বন্যা, তেমনি খরাও বাদ যাবে না। জল নিরাপত্তার অভাবে থাকা মানুষের সংখ্যাও অতি দ্রুত গতিতে বাড়বে ।

২০১৮ সালে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, প্রতিবছর অন্তত ১ মাসের জন্য হলেও ৩৬০ কোটি মানুষ পর্যাপ্ত পানির অভাবে ভোগেন।

এই প্রতিবেদনে পানযোগ্য পানির সম্ভাব্য অভাব মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেয়ারও তাগিদ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply