কে হবেন বিসিবি সভাপতি, জানা যাবে কাল

|

ছবি: সংগৃহীত

আজ হয়ে গেল বিসিবি নির্বাচন। নির্বাচিত পরিচালকরা আগামীকাল বিসিবির নতুন সভাপতি নির্বাচন করবেন। তাই কে হবেন বিসিবি সভাপতি, জানা যাবে কাল।

আজ বুধবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৫টায়। যেখানে ভোট দেন ১২৭ কাউন্সিলর। ২৫ পরিচালক পদের মধ্যে এর মধ্যেই ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সংরক্ষিত কোটা থেকে আসবেন দু’জন। তাইতো ১৬টি পরিচালক পদের জন্য চলে ভোট যুদ্ধ। এরমধ্যে জানা হয়ে গিয়েছে অনানুষ্ঠানিক ফলাফল।

ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগে বিজয়ী হয়েছেন নাইমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। রাজশাহী বিভাগে খালেদ মাসুদ পাইলটকে ৭-২ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন।

ঢাকা বিভাগে ক্লাবগুলোর ক্যাটাগরি-২ এর ১২ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন, গাজী গোলাম মূর্তজা, নজিব আহমেদ, মাহবুব উল আনাম, ওবেদ রশিদ নিজাম, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি, মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, মোহাম্মদ এনায়েত হোসেন, ফাহিম সিনহা, ইফতেখার রহমান, মনজুর কাদের এবং মঞ্জুর আলম।

ক্যাটাগরি-৩ এ নাজমুল আবেদিন ফাহিমকে ৩৭-৩ ব্যবধানে পরাজিত করে বিশাল জয় পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply