নরসিংদীর শিবপুরের স্বপ্নচিনাদী বিলে ফুটেছে শত শত পদ্ম। বিলের চোখ জুড়ানো দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
এ বিলের সৌন্দর্য্য উপভোগে দূর দূরান্ত থেকে আসছে পর্যটক। নৌকায় পুরো বিলের সৌন্দর্য্য উপভোগে ব্যস্ত তারা। কিছুক্ষণের জন্য হলেও অন্য ভুবনে হারিয়ে যাচ্ছেন তারা।
পদ্ম ছাড়াও বিলজুড়ে পাখির সমাবেশ মন কাড়ে ভ্রমণ পিপাসুদের। চিল, মাছরাঙা, পানকৌড়ি, বালিহাঁসসহ নানা প্রজাতির পাখির বিচরণ যোগ করেছে ভিন্নমাত্রা।
পদ্মের হাসি আর পাখির কলকাকলী ভুলিয়ে দিচ্ছে নগর জীবনের ক্লান্তি।
এই বিলের পূর্বনাম ছিলো চিনাদী বিল। ২০১৬ সালে তৎকালিন জেলা প্রশাসক বিলের নামকরণ করেন স্বপ্নচিনাদী।
Leave a reply