স্থানীয় সরকারের ২৮ উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

|

স্থানীয় সরকারের ২৮টি উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে ১২ উপজেলা পরিষদ, ৪ সিটি করপোরেশনের ৫ কাউন্সিলর, ৫ পৌরসভায় একটি মেয়র ও ৪ কাউন্সিলর পদ এবং ছয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

গত ২ সেপ্টেম্বর এসব নির্বাচনের আলাদা তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৫ পৌরসভার মধ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে ইভিএমে ভোট চলছে। চার সিটি করপোরেশনের ৫টি সাধারণ ওয়ার্ডে ভোট নেয়া হচ্ছে ইভিএমে। বিএনপি কেন্দ্রীয়ভাবে এই ভোটে প্রার্থী না দিলেও অনেক স্থানে তাদের দলীয় পদধারীরা প্রার্থী হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply