মোহাম্মদ আলীর আঁকা ছবি বিক্রি হলো ১০ লাখ ডলারে

|

ছবি: সংগৃহীত।

নিলামে বিক্রি হয়েছে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর আঁকা ২৬টি চিত্রকর্ম। নিলামের আয়োজন করে নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউস।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, নিলামের চিত্রকর্মের মধ্যে ছিল পেন্সিল-কয়লা এবং রং-তুলিতে আঁকা স্কেচ এবং পেইন্টিং। ২৬ টি চিত্রকর্ম বিক্রি হয়েছে ১০ লাখ ডলারে। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘স্টিং লাইক এ বি’ নামের একটি পেইন্টিং। ৪ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে ছবিটি।

১৯৭৮ সালে ঐতিহাসিক মিনি সিরিজ ‌‘ফ্রিডম রোড’ এর শ্যুটিং এর সময় ‘স্টিং লাইক আ বী’ নামক পেইন্টিং আঁকেন মোহাম্মদ আলী। ওই ছবিতে দেখা যায়, জনৈক প্রতিপক্ষকে নকআউট পর্বে হারানোর পর রেফারির কাছে অনুযোগ করছেন তিনি।

এছাড়া তার আঁকা আরও দুইটি বিখ্যাত ছবি ‘আমেরিকা: দ্য বিগ জেল’ এবং ‘ওয়ার ইন আমেরিকা’-ও এই নিলামে তোলা হয়। ছবি দুইটি ১৯৬৭ সালে আঁকা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন পারকিনসন’স রোগের সাথে লড়াই করে ২০১৬ সালে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তী খেলোয়াড়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply