সাবেক স্ত্রীর ফোন হ্যাক করেছেন আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট

|

ছবি: সংগৃহীত।

দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বি‌ন্‌ত আল-হুসেইনের ফোন হ্যাক করিয়েছিলেন।

সিএনএন’র প্রতিবেদনে জানা যায়, ইসরাইলের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে তার এজেন্টরা এই হ্যাকিংয়ের কাজ করেছে।

লন্ডনের হাইকোর্ট বলছে, ব্রিটিশ বিচারককে সাবেক স্ত্রী প্রিন্সেস হায়ার ফোন হ্যাক করার নির্দেশ দিয়েছিলেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এছাড়া ডিভোর্স মামলা চলাকালীন হায়ার আইনজীবী বারোনেস ফিয়ানো এবং নিক ম্যানারের ফোনও টার্গেট করা হয়।

ব্রিটিশ আদালতে রায়ের পর জর্ডানের প্রিন্সেস ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদের সাবেক স্ত্রী হায়া বলেছেন, তিনি শিকারির কুনজরে পড়েছেন। তবে শেখ মোহাম্মদ বলেছেন, হ্যাকিংয়ের বিষয়ে তার কোনো ধারণা নেই।

ব্রিটিশ আদালত ফোন হ্যাকিংয়ের ঘটনাকে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ অপরাধ আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বিশ্বব্যাপী তার দেশকে বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে পৃথিবীর এক শীর্ষস্থানীয় গন্তব্যে পরিণত করার জন্য পরিচিত। ৭০ বছর বয়স্ক এই শাসক শত শত কোটি টাকার সম্পত্তির মালিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply