বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলের লড়াইয়ে পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দলকে গোলশূন্য রুখে দিয়েছে প্যারাগুয়ে।
সার্জিও অ্যাগুয়েরো, পাওলো দিবালার পর চোটের কারণে দলে ছিলেন না লাউতারো মার্টিনেজ। তাই হোয়াকিন কোরেয়াকে সামনে রেখে আক্রমণভাগ সাজান কোচ স্কালোনি। পেছনে লিওনেল মেসি, ডি মারিয়া ও জিওভান্নি লো সেলসো।
গোছানো ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। ১২ মিনিটের মধ্যে গোলের চারটি সুযোগ তৈরি করে দলটি। কিন্তু কোরেয়ার সামনে দেয়াল হয়ে দাঁড়ান প্যারাগুয়ে গোলরক্ষক সিলভা। আর ডি মারিয়ার শট গোল লাইন থেকে প্রতিহত করেন ডিফেন্ডার আলোনসো।
গোলশূন্য বিরতির পর খোলস ছাড়ে প্যারাগুয়ে। ৫০, ৬৪ ও ৭১ মিনিটে দলটির তিনটি আক্রমণ প্রতিহত করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
শেষ দিকে উত্তেজনা ছড়ায় ম্যাচে। ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান দু’দলের ফুটবলাররা। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। পয়েন্ট হারালেও টেবিলের দুইয়ে অবস্থান আলবিসেলেস্তাদের। সেই সাথে টানা ২৩ ম্যাচ অপরাজিত রইলো লিওনেল স্কালোনির দল।
এম ই/
Leave a reply