দক্ষিণ চীন সাগরে একটি অজানা বস্তুর সাথে ধাক্কা লেগেছে মার্কিন সাবমেরিনের। এতে আহত হয়েছে নৌবাহিনীর কমপক্ষে ১৫জন সদস্য।
মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন নৌবাহিনী জানায়, সামবেমরিনটি আগের মতোই চলছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পর্যালোচনা করা হচ্ছে। সাবমেরিনটি গভীর সমুদ্র থেকে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে নিয়া যাওয়া হচ্ছে বলেও জানানো হয়।
দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশ নিজেদের বলে দাবি করে চীন। তবে বরাবরই এর বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ চীনের প্রতিবেশী অন্যান্য দেশ। যুক্তরাষ্ট্র মনে করে এটি আন্তর্জাতিক মালিকানা ও জায়গাটি দিয়ে স্বাধীনভাবে নৌচলাচলের অধিকার থাকা উচিত। এর মালিকানা নিয়ে প্রায়ই উত্তেজনা দেখা দেয় চীন ও তাইওয়ান,ভিয়েতনামসহ আশেপাশের অন্যান্য দেশগুলোর সাথে। অঞ্চলটিতে নিয়মিত নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের পাল্লা চলে কয়েকটি দেশের মধ্যে। দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে সামরিক স্থাপনা তুলে আসছে চীন।
Leave a reply