একদিনেই ১৪ পরীক্ষা! চরম ভোগান্তিতে চাকরি প্রার্থীরা

|

একদিনেই ১৪ পরীক্ষা! চরম ভোগান্তিতে চাকরি প্রার্থীরা

ছবি: সংগৃহীত

আজ রাজধানীতে একই দিনে ১৪টি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব পরীক্ষার মধ্যে কয়েকটি পরীক্ষা পড়েছে একই সময়ে।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল কলেজ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় একই সময়ে একাধিক পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে অস্থিরতা কাজ করছে।

এমন ঘটনায় চাকরিপ্রার্থীরা হতাশা জানিয়ে তারা সিদ্ধান্তহীনতায় পড়েছেন। কষ্টের টাকায় আবেদন করে পরীক্ষা দিতে না পারায় অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন।

আজ চাকরি পরীক্ষা নেয়ার অধিকাংশ প্রতিষ্ঠানই সরকারি। এসব প্রতিষ্ঠান সমন্বয় করে পরীক্ষা নিলে তাদের এমন ভোগান্তিতে পড়তে হতো না বলে মনে করেন চাকরিপ্রার্থীরা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply