রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কথা শুনেই লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যমের সাথে ফোনালাপে এমন বিষ্ফোরক তথ্য জানালেন লা লিগা সভাপতি জেভিয়ের তেবাস।
তেবাস বলেন, সিভিসির সাথে চুক্তি সাক্ষরে প্রথমে রাজি থাকলেও ফ্লোরেন্তিনোর কথাতে চুক্তিতে সম্মতি দেওয়া থেকে সরে দাঁড়ান লাপোর্তা। সেই সাথে মেম্ফিস-অ্যাগুয়েরোদের সই করাকেও মেসিকে রাখতে না পারার কারণ হিসাবে দেখান তেবাস।
মেসির চলে যাওয়া নিয়ে কয়েক দিন আগে বার্সা সভাপতি লাপোর্তা জানিয়েছেন, সিভিসির কাছে লা লিগার ১০ শতাংশ বিক্রির ব্যাপারে সম্মতি না দেওয়ার মেসিকে রাখতে দেয়নি লা লিগা। এবার ইটের জবাবটা যে পালকেল দিয়েই দিলেন লা লিগা সভাপতি তেবাস। মেসির বার্সা ছাড়ার কারণ হিসেবে রিয়াল মাদ্রিদ সভপতির সাথে লাপোর্তার সখ্যতাকেই দায়ি করেছেন তিনি।
লা লিগার ১৭ টি ক্লাব সিভিসির সাথে চুক্তি করাতে বেশ কিছু টাকা পেয়েছে। চুক্তির বিনিময়ে আগামী ৫০ বছর লা লিগার ১০ শতাংশ আয়ের অংশীদার হবে সিভিসি। কিন্তু রিয়াল, বার্সা আর অ্যাটলেটিক বিলবাও তাতে রাজি না হওয়ায় তাদের আয়ে হাত দিতে পারবে না প্রতিষ্ঠানটি।
Leave a reply