ওমানকে বড় ব্যবধানে হারিয়ে প্রস্ততি সারলো টাইগাররা

|

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একমাত্র প্রস্ততি ম্যাচে ওমান এ দলকে ৬০ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে ব্যাটে রান পেয়েছেন দুই উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ এবং লিটন দাস।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান এ দলের অধিনায়ক আমির কালিম। প্রথমে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ ও লিটন দাসের ব্যাটে ভরসা পায় বাংলাদেশ। নাঈম সংগ্রহ করেন ৫৩ বলে ৬৩ রান আর লিটন দাসের সংগ্রহ ৩৩ বলে ৫৩ রান। ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে একটি চারের সাহায্যে ৮ বলে ৮ রান সংগ্রহ করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। আর সেকেন্ড ডাউনে ব্যাট করতে নেমে প্রথম বলেই স্কুপ করতে গিয়ে ওমান এ দলের উইকেটরক্ষক রউফ আতাউল্লাহর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম।

এরপর ব্যাট করতে আসেন আফিফ হোসেন, দুটি বল মোকাবেলা করে ৬ রান সংগ্রহ করেন তিনি।

এরপরই বিধ্বংসী ব্যাটিং করেন নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারী জুটি। মাত্র ১৫ বলে ৭ ছক্কার সুবাদে স্কোরবোর্ডে ৪৯ রান যোগ করেন সোহান। আর ১০ বলে ১৯ রান করে সোহানকে সঙ্গ দেন শামীম। ইনিংস শেষে ২০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এরপর বাংলাদেশের দেয়া ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান এ দল। শরিফুল, নাসুম, মেহেদীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি ওমান এ দল। ওমানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান শোয়েব খানের, তিনি সংগ্রহ করেন ৩৯ বলে ৪৩ রান। শেষদিকে গিয়ে ব্যাট হাতে দলের হাল ধরার চেষ্টা করেন মেহরান খান ও রাফিউল্লাহ।

তবে শেষ রক্ষা হয়নি, শেষ পর্যন্ত ৬০ রানে জয়লাভ করে বাংলাদেশ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply