এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বিঘ্ন ঘটলো ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সার্ভারে। বিশ্বের বিভিন্ন স্থানে দুই ঘণ্টার জন্য ডাউন ছিল এই সামাজিক যোগাযোগগুলো।
শুক্রবার (৮ অক্টোবর) বিশ্বের বিভিন্ন স্থান থেকে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে জটিলতা দেখা দেয়ার অভিযোগ আসে। খবর আল-জাজিরার।
আল-জাজিরা জানায়, ওয়েব মনিটরিং সংস্থা ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে অন্তত ৩৬ হাজার অভিযোগ জমা পড়ে। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ফেসবুক। ভবিষ্যতে এ ধরণের জটিলতা এড়াতে সব ধরণের পদক্ষেপ নেয়া হবে বলেও জানানো হয়। যদিও এ নিয়ে টুইটারে তুমুল সমালোচনার ঝড় ওঠে। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের বিভ্রাটের কারণে ট্রল এবং মিমস শেয়ার করেন নেটিজেনরা।
উল্লেখ্য, মাত্র চারদিন আগেই টানা ৭ ঘণ্টা ভয়াবহ সার্ভার ডাউনের ঘটনা ঘটে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে।
Leave a reply