তাইওয়ানের সাথে শান্তিপূর্ণ পুনর্মিলনের প্রত্যাশা শি জিন পিংয়ের

|

সাংবাদিকদের সাথে আলাপকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তাইওয়ানের সাথে ‘শান্তিপূর্ণ উপায়ে পুনর্মিলনের’ প্রত্যাশা ব্যাক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার চীন বিপ্লবের ১১০তম বার্ষিকীতে দেয়া বক্তব্যে এ কথা বলেন প্রেসিডেন্ট শি।

প্রেসিডেন্ট শি বলেন, তাইওয়ানকে চীনের সাথে একত্রিত করার ঐতিহাসিক কাজটি সম্পন্ন করা উচিত এবং তা অবশ্যই করা হবে। কেউ তার দেশকে বিভক্ত করতে চাইলে সে চেষ্টা সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, চীনের আগ্রাসন মেনে নেবে না তাদের জনগণ। তাইওয়ান ভূখণ্ডে অনুপ্রবেশসহ সব ধরণের হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়েছে বেইজিংয়ের প্রতি।

সম্প্রতি একাধিকবার চীনের যুদ্ধবিমান অনুপ্রবেশ করে তাইওয়ানের আকাশ সীমায়। ফলে সামরিক উত্তেজনা বেড়েছে এ অঞ্চলে। চীন-তাইওয়ান দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেন, ‘এক দেশ-দুই ব্যবস্থা’ নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চাই। যে ব্যবস্থা হংকংয়েও চালু আছে। কিন্ত তাইওয়ানের স্বাধীনতা চাওয়াই তাদের উন্নয়নের জন্য সবচেয়ে বড় বাধা। আশা করবো চীনের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না কোন দেশ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply