সিলেটের আগে চট্টগ্রাম বসতে পারে আরটিপিসিআর ল্যাব

|

মধ্যপ্রাচ্যের যাত্রীর সংখ্যা বিবেচনা করে সিলেটের আগে চট্টগ্রাম বিমানবন্দরে স্থাপন হতে পারে আরটিপিসিআর ল্যাব। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, দ্রুততম সময়ে সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বসছে আরটিপিসিআর ল্যাব। এরইমধ্যে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে সংশ্লিষ্টদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply