বিশ্বজুড়ে আবারও কিছুটা কমলো করোনায় প্রাণহানি

|

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আবারও কিছুটা কমলো করোনায় প্রাণহানি। একদিনে প্রাণ গেছে প্রায় সাড়ে ৫ হাজার মানুষের।

মহামারিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৮ লাখ ৬২ হাজার। নতুন সংক্রমিত শনাক্ত সাড়ে তিন লাখের কাছাকাছি। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

শনিবার দৈনিক মৃত্যুর শীর্ষে ছিল রাশিয়া। মারা গেছে ৯৬৮ জন। সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে প্রায় ৬শ’। ৪২ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। ৫শ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে মেক্সিকোয়। এদিন ব্রাজিলে প্রাণহানি হয়েছে প্রায় ৪শ’।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply