বাংলাদেশ থেকে গত আট মাসে ৪৩২ কোটি ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। প্রবৃদ্ধির হার ২৪ শতাংশ। একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। বয়েজ কটন ট্রাউজার, গার্লস কটন স্ল্যাকস, বয়েজ নিট শার্ট, গার্লস নিট ব্লাউজের চাহিদা বেশি।
যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৪৩২ কোটি ডলারের পোশাক আমদানি করে। গত বছরের একই সময়ে আমদানি করে ৩৪৮ কোটি ডলারের পোশাক। প্রতিবেদনে আরও বলা হয় কোম্পানিগুলো আগামী দুই বছর আরও বেশি পোশাক ক্রয়ে আগ্রহী হবে।
এশিয়ার অন্য দেশের চেয়ে বাংলাদেশ বেশি মূল্য ছাড় দিতে পারে। অর্থাত কম দরে পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের বাজারে চলমান কভিডে ক্রেতাদের পণ্যের চাহিদা বেড়েছে। নতুন এসব চাহিদা মেটাতে সামনে আরো ভাল কাজ করে যাওয়ার উদ্ধোগ রয়েছে তৈরী পোশাক খাতের।
Leave a reply