গাজীপুরে দুটি কারখানায় লে অফ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল।
রোববার (১০ অক্টোবর) সকালে বাসন ও ভোগড়া এলাকায় ইন্টারলিংক নামে একই মালিকের দুটি প্রতিষ্ঠানে লে অফের নোটিশ টানিয়ে বন্ধ ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে কারখানা দুটির শ্রমিকরা। বেতনের দাবিতে শুরু হয় বিক্ষোভ। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অবরোধের ফলে সড়কের দুই পাশেই দীর্ঘ যানজট দেখা দিয়েছে। আটকা পড়েছে অসংখ্য যানবাহন। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী আর যানবাহন চালকরা।
Leave a reply