রাজধানীর তেজগাঁওয়ে প্রধান সড়কে পার্ক করা কোটি টাকার গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ ঐ ব্যক্তির পরিচয় নিশ্চিত না করলেও ঘটনাস্থলে হাজির হয়ে একজন নিহতের নাম-পরিচয় দিয়ে দাবি করেন, তিনি নিহতের ভাই। গাড়িটি ইউডিসি কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালকের। গাড়ি এবং ড্রাইভার ৭ অক্টোবর বিকেল থেকে নিখোঁজ উল্লেখ করে শনিবার ধানমন্ডি থানায় জিডি করেছিলেন তিনি।
গাড়িটি বৃহস্পতিবার থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল তেজগাঁও শিল্পাঞ্চলের ব্যস্ততম সড়কটিতে। শনিবার রাতে গাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় পথচারীরা।
সংবাদ পেয়ে প্রথমে পুলিশ ও পরে সিআইডির ক্রাইম সিন আসে ঘটনাস্থলে। গাড়ির দরজা ভাঙলে মেলে লাশ। নানা আলামত উদ্ধার করে পুলিশ। গাড়ি এবং ড্রাইভার ৭ অক্টোবর বিকেল থেকে নিখোঁজ বলে শনিবার ধানমন্ডি থানায় এর মালিক জিডি করেছিলেন বলে জানায় পুলিশ।
তবে ঘটনাস্থলে হাজির হয়ে অলয় ঘোষ নামে একজন দাবি করেন নিহত সজল কুমার ঘোষ তার বড় ভাই। সজল দশ বছর ধরে ইউডিসি কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালকের গাড়ি চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যক্ত গাড়ি দেখে বোঝার উপায় ছিলো না গাড়ির ভেতরে মরদেহ থাকতে পারে।
এ ঘটনায় পুলিশ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, নিশ্চিত করেনি নিহতের পরিচয়ও। তারা বলছে, তদন্তের পরই বেরিয়ে আসবে সত্য।
Leave a reply