বিশ্বকাপে সাকিবের সামনে নতুন রেকর্ডের হাতছানি

|

ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কিছু বিশ্বরেকর্ডের হাতছানি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও রেকর্ড করার সুযোগ থাকবে এ ক্রিকেটারের। রোববার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ৭ নম্বরে আছেন সাকিব আল হাসান। শীর্ষে থাকা শহিদ আফ্রিদির চেয়ে মাত্র ৯ উইকেট দূরে। সাকিবের সমান ৩০ উইকেট ডেল স্টেইনের। ৩৫টি করে উইকেট আছে উমর গুল ও অজান্তা মেন্ডিসের। ৩৬ উইকেট সাইদ আজমলের। লাসিথ মালিঙ্গার ঝুলিতে আছে ৩৮ উইকেট। সাকিবের চেয়ে বেশি উইকেটশিকারিদের কেউই খেলছেন না এবারের বিশ্বকাপে।

একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা জায়াবর্ধনে। এরপর ক্রিস গেইল। এবারের বিশ্বকাপে মাঠ মাতাতে মুখিয়ে তিনি। তবে ৩ নম্বরে থাকা আরেক শ্রীলঙ্কান দিলশান অবসর নিয়েছেন আগেই। তবে ভিরাট-রোহিতদের সুযোগ রয়েছে ভালো কিছু করার। ১২ তম স্থানে থাকা সাকিবের সুযোগ রয়েছে ৫৬৭ রানটাকে আরও বাড়িয়ে নেয়ার। ১১০ রান করলেই ঢুকে পড়তে পারেন সেরা ৫ এ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply