দৃষ্টিপ্রতিবন্ধীদের হোস্টেলটিতে নেই কোনো প্রতিবন্ধী, একাই থাকেন রাঁধুনী

|

দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের হোস্টেলে নেই কোনো দৃষ্টিপ্রতিবন্ধী। কোটি টাকা ব্যয়ে নির্মিত হোস্টেল পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে। নেই লোকবলও। ৫টি পদের বিপরীতে আছেন মাত্র ১ জন কর্মচারী। অভিযোগ রয়েছে, অযত্ন-অবহেলায় ধীরে ধীরে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ।

২০১৭ সালে পিরোজপুরের আদর্শপাড়া এলাকায় দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেলের কার্যক্রম শুরু করে সমাজসেবা অধিদফতর। কথা ছিল, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা এখানে থেকে স্কুলে পড়বে। অথচ ১০ সিটের হোস্টেলটিতে ছিলো মাত্র ৩ জন শিশু। করোনা শুরুর পর চলে যায় তারাও।

গেল দুই বছর ধরে হোস্টেলে থাকে না কোনো শিক্ষার্থী। দেখভাল না করায় ভবন আর সিটগুলোর বেহাল দশা। ৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কথা থাকলেও আছে মাত্র একজন অফিস সহায়ক। তিনিও নেই কর্মস্থলে। এমনকি বদলি হয়েছেন অতিরিক্ত দায়িত্বে থাকা রিসোর্স শিক্ষকও। অস্থায়ী রাঁধুনীর আবাস এখন হোস্টেলে।

হোস্টেলের এমন দশা কেন জানে না স্থানীয়রা। তবে সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল বলছেন, শিশুদের না পাওয়া এবং লোকবল সংকটের কারণে চালানো যাচ্ছে না প্রতিষ্ঠানটি।

২০১৬ সালে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে হোস্টেলের নির্মাণকাজ শেষ করে গণপূর্ত বিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply