বিলুপ্তির পথে পাবনার ঐতিহ্যবাহী কাঁচি শিল্প

|

পাবনা জেলা কাঁচির জন্য বিখ্যাত। একসময় দেশজুড়ে সুনাম থাকা পাবনার ঐতিহ্যবাহী কাঁচি সংগ্রহ করতো সারা দেশের ব্যবসায়ীরা। এই শিল্পের সুনাম দেশজুড়ে। যুগ যুগ ধরে এখানকার কাঁচি গুণগতমান ধরে রেখেছে। এক সময়ে এ জেলাতে হাজারেরও বেশি মানুষ জড়িত ছিলো এই শিল্পের সাথে। কিন্তু এখন সেই জৌলুস নেই। সর্বসাকুল্যে এখন এই পেশায় জড়িত সোয়াশো থেকে দেড়শো মানুষ।

কাঁচি তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রির দাম বাড়ায় শ্রমিকদের নায্য পারিশ্রমিক দিতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। প্রস্তুতকারক ব্যবমসায়ীরা বলছেন, লোহার পাত, স্প্রিং, পিতল, কয়লা দাম বেড়েছে সব কিছুরই।

দেশের বাজারে এখন ভারত ও চীন থেকে আমদানি করা কেঁচির প্রভাব বেড়েছে। করোনার ধাক্কাও লেগেছে এই শিল্পে। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বিসিকও এগিয়ে আসেনি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

তবে পাবনা বিসিক কর্মকর্তা রফিকুল ইসলাম বলছেন, এই শিল্পের সমস্যা তাদের জানানো হয়নি। উদ্যোক্তারা এগিয়ে আসলে, প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তারা আবেদন করে প্রশিক্ষণ নিতে চাইলে তারও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

সাত রকমের মাপে তৈরি হয় পাবনার কেঁচি। আকার অনুযায়ী এসব কাঁচি বিক্রি হয় ভিন্ন ভিন্ন দামে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply