চলছে সিনহা হত্যা মামলার পঞ্চম দফায় শেষ দিনের সাক্ষগ্রহণ

|

কক্সবাজার প্রতিনিধি:

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৫ম দফায় শেষ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় ৩২তম সাক্ষী কর্নেল মো. ইমরানের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানিয়েছেন, আজ সিনহা হত্যা মামলায় নয়জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে। এই মামলার ৮৩ জন সাক্ষীর মধ্যে ৫৯ জনকে ইতিমধ্যে সাক্ষ্য প্রদানের জন্য আদালত থেকে সমন দেয়া হয়েছে।

তিনি জানান, গতকাল পর্যন্ত এই মামলায় ৩১ জনের সাক্ষগ্রহণ শেষ হয়েছে। সোমবার দুই সেনা সদস্যসহ ৫ জন সাক্ষ্য দিয়েছেন।

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply