মাটির নিচে হাজার বছরের বিশাল মদের কারখানা উদ্ধার

|

ছবি: সংগৃহীত।

একটার সাথে আরেকটা সংযুক্ত কক্ষ। বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে আছে একটা গোটা কারখানা। প্রায় ১ হাজার ৫০০ বছর ধরে যা চাপা পড়েছিল মাটির নিচে, সোমবার (১১ অক্টোবর) তার খোঁজ পেয়েছেন ইসরায়েলের একদল প্রত্নতাত্ত্বিক। খবর বিবিসির।

প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত বিশাল এই কারখানায় একসময় মদ তৈরি করা হতো। তাদের ধারণা, প্রতি বছর প্রায় দুই লাখ লিটার মদ উৎপাদন করা হতো এই কারখানায়।

ইসরায়েলের মধ্যাঞ্চলে তেল ইয়াভনে এলাকায় অবস্থিত এই কারখানাটি সচল ছিল বাইজানটাইন আমলে। কারখানা থেকে একাধিক মদ প্রস্তুতের সামগ্রী এবং মদের পাত্র উদ্ধার করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এতো বিশালাকার প্রাচীন কারখানা এর আগে কোথাও পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এই কারখানায় উৎপাদিত পণ্যের গুণগত মানের জন্য তৎকালীন সময়ে বেশ সুনাম ছিল বিশ্বজুড়ে। এই কারথানা থেকে উৎপাদিত মদ ‘আশকেলন ওয়াইন’ নামে পরিচিত ছিল। যা ইউরোপ, উত্তর আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে রফতানি করা হতো।

কারখানাটির নাম তখন কী ছিল তা এখনও জানা যায়নি। তবে এখনও এখানে খনন কাজ চালিয়ে যাচ্ছেন প্রত্নতাত্ত্বিকেরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply