রোনালদোর চেয়ে কম ম্যাচে মেসির ‘গোল সেঞ্চুরি’

|

ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে কম ম্যাচ খেলেই চ্যাম্পিয়নস লিগের গোলের সেঞ্চুরি করলেন লিওনেল মেসি। চেলসির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মেসির জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সা। আর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লিগের ১০০ গোল করা খেলোয়াড়ের ক্লাবে নাম লেখালেন মেসি।

এর আগে, গত বছরের এপ্রিলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়সূচক গোল করে চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে, যেকোনো বিচারে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। গোলের সেঞ্চুরি পেতে যেখানে পর্তুগিজ উইঙ্গারের লেগেছে ১৩৭ ম্যাচ, সেখানে মেসি এই মাইলফলক স্পর্শ করেছেন ১২৩ ম্যাচে। অর্থাৎ, গোলের সেঞ্চুরি করতে রোনালদোর চেয়ে পাক্কা ১৪ ম্যাচ খেলেছেন লিও। চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ হাজার ৭৫৮ মিনিট ও ২৬৬টি শট কম খেলতে হয়েছে তাকে।

চেলসির বিপক্ষে ন্যু ক্যাম্পে তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয় গোলটি উসমান দেম্বেলেকে বানিয়ে দেওয়ার পর ৬৩ মিনিটের নিজের দ্বিতীয় গোলে মাইলফলক স্পর্শ করেন মেসি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply