জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক সমাবেশ বন্ধের প্রতিবাদ জানিয়েছে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য

|

ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক দলের সভা সমাবেশ বন্ধের প্রতিবাদ জানিয়েছে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য। দ্রুত কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে প্রেসক্লাবে আয়োজিত ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।

ডাকসুর সাবেক ভিপি বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, প্রেসক্লাবের সভাপতির কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তিনি আওয়ামী লীগের কোনো নেত্রী। প্রেসক্লাবের বিবৃতি সরকারের স্বার্থ রক্ষায় হীন চেষ্টা বলেও মন্তব্য করেন আমান উল্লাহ আমান। প্রেসক্লাবকে ক্ষমতাসীনদের তলপিবাহক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply