বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এই তথ্য জানিয়েছেন।
লে. খন্দকার মুনিফ তকি জানান, ১৩ অক্টোবর রাতে বিসিজি স্টেশান হিজলা মেঘনা নদীতে ‘মা ইলিশ সংরক্ষন অভিযান’ পরিচালনা করছিল। এসময় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহলদল নৌকাটিকে থামার সংকেত দেয়। নৌকাটি না থেমে পালানোর চেষ্টা করলে মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে আটক করা হয়। এসময় নৌকা থেকে ৪টি দেশীয় রামদাসহ ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
Leave a reply