নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া শেহরিন আহমেদকে দেশে আনা হয়েছে। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হবে।
নেপালের হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ায় পর বৃহস্পতিবার দুপুরেই একটি ফ্লাইট শেহরিনকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমান দুর্ঘটনায় শেহরিন আহমেদের পা ভেঙে গেছে এবং শরীরের অনেক অংশ পুড়ে গেছে।
উল্লেখ্য, গত সোমবার (১২ মার্চ) ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের সময় দুর্ঘটনায় পতিত হয়। এতে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply