বিশ্বের উচ্চতম নারীর মর্যাদা পেলেন তুরস্কের রুমেইসা

|

ছবি: সংগৃহীত।

বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তুরস্কের রুমেইসা গেলগি। তার উচ্চতা ২১৫ দশমিক ১৬ সেন্টিমিটার বা ৭ ফিট শূন্য দশমিক ৭ ইঞ্চি।

সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, উইভার সিনড্রোম নামে এক বিরল রোগ গেলগির এই উচ্চতার কারণ।

২৪ বছর বয়সী গেলগি বলেন, অনেক অসুবিধা আপনার জন্য সুবিধারও কারণ হতে পারে। তাই আপনি যেমন, তেমনভাবেই নিজেকে গ্রহণ করুন। নিজের ওপর আস্থা রাখুন এবং যথাসাধ্য চেষ্টা করুন।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন চীনের বাও জিশুন। তার উচ্চতা ছিলো, ২৩৬ সেন্টিমিটার বা ৭ ফুট ৮ দশমিক ৯৫ ইঞ্চি।

ইয়াও ডিফেনকে পেছনে ফেলে সবচেয়ে লম্বা জীবিত নারীর রেকর্ডের মালিক এখন গেলগি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply