টিকাদানে ১০০ কোটির দ্বারপ্রান্তে ভারত, উদযাপনের প্রস্তুতি বিজেপির

|

প্রতীকী ছবি।

১০০ কোটি মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দিতে বেশিদিন অপেক্ষা করতে চায় না ভারত। আর এই লক্ষ্যমাত্রা পৌঁছালে সেটি নিয়ে বড় রকমের প্রচারণা চালানোরও পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খবর হিন্দুস্তান টাইমসের।

শত কোটি মানুষকে টিকার দেয়ার পর উদযাপনের অংশ হিসেবে রেল স্টেশন, সড়ক, বিমান ও জাহাজে ঘোষণা দেয়া হবে। এমনকি দেশটির কেন্দ্রীয় সচিবালয়ের নর্থ ও সাউথ ব্লকে তোলা হবে জাতীয় পতাকা।

প্রতিবেদন সূত্রে জানা যায়, সোমবার বা মঙ্গলবারের মধ্যেই এই মাইলফলকে পৌঁছানো সম্ভব। এরই মধ্যে দেশটিতে নির্দিষ্ট জনসংখ্যার ৭৫ শতাংশ টিকার একটি ডোজ নিয়ে ফেলেছে। আর কমপক্ষে ৩০ শতাংশ নিয়েছেন টিকার দ্বিতীয় ডোজ। আবার ২০২২ সালের মার্চ মাসের মধ্যেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব বলে মনে করা হচ্ছে।

এছাড়াও দেশটির সকল মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও রাজ্য-জাতীয় নেতৃত্বকে দেশজুড়ে অনুষ্ঠানগুলোতে থাকতে বলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply