টাইলস পরিবহণ করা জাহাজ থেকে উদ্ধার হলো ৪৫০ কেজি হেরোইন

|

ছবি: সংগৃহীত

টাইলস পরিবহণ করা একটি পণ্যবাহী জাহাজ থেকে সাড়ে চারশো কেজি হেরোইন জব্দ করেছে অস্ট্রেলিয়া। যার বাজারমূল্য ১০ কোটি ৪০ লাখ ডলার।

শনিবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।

কর্তৃপক্ষ জানায়, মালয়েশিয়া থেকে মেলবোর্নে পাঠানো হয় জাহাজটি। টাইলস পরিবহন করছিল এটি। তবে আড়ালে ছিল বিপুল পরিমাণ মাদকদ্রব্য। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি মাদকের সবচেয়ে বড় চালান বলে উল্লেখ করেছে মেলবোর্ন প্রশাসন। এ ঘটনায় মালয়েশিয়ান এক নাগরিককে আটক করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। অবৈধ মাদক পাচারের অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে তার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply