চালের দাম কমেছে

|

ভারতীয় চাল আমদানি আবারও শুরু হয়েছে। আর এতেই খানিকটা কমেছে চালের দাম। বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকায়, নাজিরশাইল মানভেদে ৬০ থেকে ৬৬ টাকা কেজি। একদিকে আমদানি অন্যদিকে নতুন ধান কাটা শুরু হওয়ায় দাম বাড়ার শঙ্কা নেই বলে জানান চাল ব্যবসায়ীরা।

কাওরান বাজারে গিয়ে দেখা যায়, বস্তার পর বস্তা চাল সাজানো আছে দোকানগুলোতে। তবে সে তুলনায় ক্রেতাদের উপস্থিতি বেশ কম।

চালের বিক্রেতারা বলছেন, গত এক মাসে চালের দাম বাড়েনি। বরং কেজিতে অন্তত ২ থেকে ৩ টাকা কমেছে।

বাজারে আমদানিকৃত ভারতীয় চাল বেশ সুলভ। ভারতীয় মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৬ টাকায় আর বাংলাদেশি মিনিকেট ৫৮ টাকায়। নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৬ টাকায়। একটু মোটা ২৮ চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। পোলাও চালের কেজি ৯০ টাকা আর খুদ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply