আলাবামায় একটি ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে। খবর সিএনএন এর।
প্রত্যক্ষদর্শী ও আলাবামা পুলিশের বরাত দিয়ে সিএনএন আজ শনিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, এ সময় খেলোয়াড় ও দর্শকদের নিরাপদ আশ্রয়ের দিকে পালাতে দেখা গেছে। আলাবামার মোবাইলে ল্যাড-পেবলস স্টেডিয়ামে আন্তঃস্কুল ফুটবল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।
আলাবামার ভিগল হাইস্কুল ও উইলিয়াম হাইস্কুলের মধ্যকার খেলার শেষ দিকে স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে স্টেডিয়ামের পশ্চিমদিকের এক্সিট ওয়েতে গোলাগুলি শুরু হয় বলে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে। তবে গ্যালারি বা মাঠের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সিএনএন।
এ ঘটনায় ৪ জন আহত হয়েছে বলে মোবাইল পুলিশ প্রধান পল পেইন বলেন আহতদের মধ্যে একজন নারী রয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানান তিনি। তবে এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি বলেও জানিয়েছেন পাইন।
পেইন বলেন, এ হামলার কারণ এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করাও সম্ভব হয়নি। তবে দুজন সন্দেহভাজন এ ঘটনা পর একটি সাদা সেডান গাড়িতে পালিয়ে যান বলে নিশ্চিত করেছেন তিনি। এ দুজনের মধ্যে একজন গুলি চালিয়েছিল বলেই ধারণা করা হচ্ছে।
/এসএইচ
Leave a reply