প্রিমিয়ার লিগে ৪ মবাচ পর জয়ের দেখা পেলো লেস্টার সিটি। বহু কাঙ্ক্ষিত সে জয় এসেছে আবার দারুণ ফর্মে থাকা রেড ডেভিলদের বিরুদ্ধে।
শনিবার (১৬ অক্টোবর) নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে রেড ডেভিলদের ৪-২ গোলে হারিয়েছে লেস্টার সিটি। ম্যাচের ১৯ মিনিটে রেড ডেভিলদের এগিয়ে দেন রাইট উইঙ্গার মেসন গ্রিনউড। তবে ম্যাচে সমতা আনতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ৩১ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরান লেস্টার সিটির মিড ফিল্ডার ইউরি টিলেমানস। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি কোনো দলই।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের সুযোগ খুঁজতে থাকলেও সুবিধা করতে পারছিলো না দুই দলই। তবে ৭৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন মিডফিল্ডার চাওলার সয়ংকু। তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৮২ মিনিটে মার্কাস র্যাশফোর্ড আবারও সমতা ফেরান ম্যাচে। তবে, এর ঠিক ১ মিনিট পরেই আবারও স্বাগতিকদের এগিয়ে নেন অভিজ্ঞ জেইমি ভার্ডি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রেড ডেভিলরা। আর অতিরিক্ত সময়ে গিয়ে আরও একটি গোল পায় স্বাগতিকরা। ৯১ মিনিতে প্যাস্টন ডাকা’র দেয়া গোলে ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দুইদল।
/এসএইচ
Leave a reply