সুনীল ছেত্রির জোড়া গোলে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী নেপালকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। এর মাধ্যমে ১৯৯৩ সালে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসরে রেকর্ড ৮ম বারের মত শিরোপা জিতলো দেশটি। ফলে এর আগে সর্বশেষ ২০১৫ তে সাফ চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত।
ম্যাচের প্রথমার্ধে ভারতের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে নিজেদের জালে কোনো বল জড়াতে দেননি নেপালের খেলোয়াড়রা। মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও প্রথম ৪৫ মিনিটে কোনো গোল হজম করতে না হওয়ায় বেশ স্বস্তিতেই ছিলো তারা। কিন্তু প্রথমার্ধের বিরতি থেকে ফিরেই কয়েক মুহূর্তেই নেপালের ডিফেন্স চুরমার করে দেন সুনীল ছেত্রি ও সুরেশ সিং।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু ৪ মিনিটের মাথায় নেপালের জালে বল জড়ান সুনীল ছেত্রী। এর আরও মিনিট পর ভারতের পক্ষে দ্বিতীয় গোলটি করেন সুরেশ সিং। এরপরে ম্যাচে ফিরতে আক্রমণের চেষ্টা করলেও ভারতীয় ডিফেন্সে মুখ থুবড়ে পড়েছে নেপালের সব প্রচেষ্টা। এরপর, ৯১ মিনিটে ভারতের হয়ে আরেকটি গোল করেন সাহাল আবদুস সামাদ। ফলে, ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইগর স্টিমাকের শীষ্যরা।
পরিসংখ্যান বলছে, এবারের ফাইনালে ভারতের বিপক্ষে যেন দাঁড়াতেই পারেনি প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নেপাল। আক্রমণ ও বল দখলে পুরোটা সময়ই একক আধিপত্য ধরে রেখেছে রেকর্ড আটবারের চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল দখলে রাখা ভারত গোলমুখে শট নিয়েছে মোট ১৯টি, যার ৮টি ছিলো অন টার্গেট।
/এসএইচ
Leave a reply