ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে মুখর ইতালির রাজধানী রোম। শনিবার (১৬ অক্টোবর) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ছিল এ আয়োজন। ‘নেভার এগেইন ফ্যাসিসম’ এই স্লোগানে রাজধানীর মূল চত্বর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেন কমপক্ষে ৫০ হাজার মানুষ।
শ্রমিকদের পক্ষে ওই আয়োজনে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে এবং পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মায়ো। এসময় কর্মক্ষেত্রে যোগদানের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক এবং গ্রিনপাসের বিরুদ্ধেও জোরালো স্লোগান দেন ক্ষুব্ধ শ্রমিকরা।
তাদের অভিযোগ, এরমাধ্যমে স্রেফ নাগরিক অধিকার হরণ করছে সরকার। গেলো সপ্তাহেই শ্রমিক ইউনিয়নের সদর দফতরে ভাঙচুর চালায় কট্টর ডানপন্থীরা। সরকার বিরোধী অবস্থান নেয়ায় তাদের হুমকি-হুঁশিয়ারিও দেয়। তারই প্রতিক্রিয়ায় ছিল রোমের বিশাল প্রতিবাদ সভা।
Leave a reply