৬ দিন পর চালু বাংলাবান্ধা স্থলবন্দর

|

পঞ্চগড় প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা বন্দর টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন।

দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ও বাংলাদেশি ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে গত ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে তিন দেশের সাথে সকল প্রকার পণ্য আমদানি রফতানি চালু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply