রোববার সাস্টে ৫০০ জনকে টিকা দেয়া হবে

|

ফাইল ছবি।

দ্বিতীয় দিনের মতো সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে করোনা টিকা কার্যক্রম। টিকা নিতে রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে মেডিকেল সেন্টারে ভিড় করছেন শিক্ষার্থীরা।

আজও ৫০০ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর হল খোলার আগে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে গতকাল থেকে শুরু হয় টিকা কার্যক্রম।

আগামীকাল থেকে রেজিস্ট্রেশন করা সব বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে টিকা কার্যক্রম। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের ইউজিসির ওয়েবসাইটে জন্মনিবন্ধন দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন শেষে এসএমএস পেলে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply