মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বোমাসদৃশ দু’টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৭ অক্টোবর) দুপুর ২টায় বামন্দী ও গাংনী থানা পুলিশ বোমাসদৃশ দু’টি বস্তু উদ্ধার করে।
বামন্দী পুলিশ ক্যাম্পের এএসআই শরিফ হোসেন জানান, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি ব্যাগের মধ্যে দু’টি বোমাসদৃশ বস্তু রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তু দু’টি পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, কে বা করা গ্রীলের উপর দিয়ে একটি ব্যাগে দু’টি লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু রেখে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভয়ভীতি দেখানোর জন্য বোমাসদৃশ বস্তু রেখে যেতে পারে।
Leave a reply