টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছে পাপুয়া নিউ গিনি। শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে গেছে দুই ওপেনার টনি উরা ও লেগা সিয়াকা।
রোববার (১৭ অক্টোবর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ওমান। তবে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাপুয়া নিউগিনি। অধিনায়ক আসাদ ভালা এবং চার্লস অ্যামিনির অবিচ্ছিন্ন জুটিতে ১০ ওভার শেষে পাপুয়া নিউগিনির সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৭০ রান।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই টনি উরাকে ফিরিয়ে দেন ওমান পেসার বিলাল খান। এর পরের ওভারেই লেগা সিয়াকাকে বোল্ড করে ওমানের ফিল্ডিং করার সিদ্ধান্তকে যৌক্তিক হিসেবে প্রমাণ করেন কালিমুল্লাহ।
পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা টসের সময় জানিয়েছেন, টসে জিতলে তারাও আগে বোলিং করার সিদ্ধান্তই নিতেন। সুতরাং, এই কন্ডিশনে টস হতে পারে একটি বড় ফ্যাক্টর।
Leave a reply