সাকিব-মেহেদির তোপে বিধ্বস্ত স্কটল্যান্ড

|

ছবি: সংগৃহীত

মেহেদি হাসানের পর সাকিব আল হাসান; তারপর আবার মেহেদি- এভাবেই দুই স্পিনারের তোপে বিধ্বস্ত স্কটল্যান্ডের ব্যাটিং অর্ডার। প্রতিবেদনটি লেখার সময় স্কটল্যান্ডের সংগ্রহ ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৪ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। স্কটিশ অধিনায়ক কোয়েটজার শূন্য রানেই ফিরে যান সাইফুদ্দিনের ইয়র্কারে বোল্ড হয়ে। তারপর থেকেই অপর ওপেনার জর্জ মান্সিকে সাথে নিয়ে রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান ম্যাথু ক্রস। কিন্তু মেহেদি হাসান বোলিংয়ে এসেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ক্রসকে। দুই বল পর জর্জ মান্সিকে পরিষ্কার বোল্ড করে ফেরান মেহেদি হাসান।

তারপর একই ওভারে রিচি বেরিংটন ও মাইকেল লিস্ককে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। আফিফের নেয়া বেরিংটনের ক্যাচ তো ছিল দর্শনীয় এক ব্যাপার! পরের ওভারেই ক্যালাম ম্যাকলয়েড, মেহেদি হাসানের বলে বোল্ড হলে ২০ ওভারের আগেই অল আউট হবার শঙ্কায় পড়ে স্কটিশরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply