রাশিয়ায় রোববার (১৭ অক্টোবর) টানা চতুর্থ দিনের মতো করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড তৈরি হয়েছে। এদিন কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার করোনাভাইরাস রেসপন্স সেন্টার ৩৪ হাজার ৩০৩ জনের কোভিড শনাক্তের রেকর্ড নথিবদ্ধ করেছে।
শনাক্তের পাশাপাশি একই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে আরও ৯৯৭ জনের।
দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে। নিজেরা করোনার কয়েকটি টিকা উৎপাদন ও বিপণন করলেও রাশিয়ায় এখন পর্যন্ত মাত্র ৩১ শতাংশ নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে।
দেশের অর্থনীতি সচল রাখতে সংক্রমিত এলাকাগুলোতে যাতায়াত বা চলাচলের ওপরও কঠোর কোনও বিধিনিষেধ আরোপ করেনি কর্তৃপক্ষ।
Leave a reply