বাংলাদেশকে নিয়ে স্কটিশ কোচের ভাবনাই সঠিক হলো

|

ছবি: সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলপর্বে ওঠার লড়াইয়ে স্কটল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ, ওমান ও পাপুয়া নিউগিনি। গ্রুপপর্বের প্রতিপক্ষ সম্পর্কে কথা বলতে গিয়ে স্কটিশ কোচ বলেছিলেন বাংলাদেশ দল ওমান কিংবা পাপুয়া নিউগিনি দলের মতই। স্কটিশদের বিপক্ষে টাইগারদের পরাজয়ে সেই কথার যথার্থতাই কী প্রমাণ হলো!

রোববার (১৭ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। শুরুতে বাংলাদেশি বোলারদের দাপট থাকলেও শেষ পর্যন্ত ১৪০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্কটল্যান্ড। সেই রান তারা করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস থামে ১৩৪ রানে। ফলে ৬ রানে পরাজয় বরণ করতে হয় টাইগারদের।

এর আগে স্কটিশ কোচ শেন বার্জার তার দলের শক্তিসামর্থ্যের কথা বলতে গিয়ে বলেছিলেন, যদি আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে আমরা যে কোনো দলকেই বিপদে ফেলতে পারি, বিষয়টা এমনই সহজ।

ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে স্কটিশ কোচ আরো বলেছিলেন, গ্রুপের ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ওপরে দেখি না। আমরা জানি, সব দলই জয়ের জন্য আমাদের দিকে তেড়ে আসবে। তবে আমরা প্রস্তুত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply