কুমিল্লায় বেড়েই চলেছে মাদকাসক্তের সংখ্যা

|

ছবি: সংগৃহীত।

কুমিল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। মাদকদ্রব্য হয়ে উঠেছে সহজলভ্য। এর জেরেই বাড়ছে খুন-ছিনতাইয়ের মতো ঘটনা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে সম্মিলিতভাবে এর প্রতিরোধের আহ্বান করছেন জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন। আইনজীবিরা বলছেন, নানা জটিলতায় ধরাছোঁয়ার বাইরে থাকছে বেশিরভাগ আসামি।

১০৫ কিলোমিটার সীমান্ত এ জেলায়। সীমান্তবর্তী জেলা হওয়ায় সহজেই মাদক প্রবেশ করছে নানা কৌশলে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও চোখ ফাঁকি দিয়েই সক্রিয় আছে এসব মাদকের সিন্ডিকেট। নানা ছদ্মবেশে চলছে মাদকের বেচা-কেনা। হাতবদল হয়ে মাদক চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। পুলিশের দেয়া তথ্য মতে, চলতি বছরেই গ্রেফতার হয়েছে ২হাজার ৮০০ জন মাদক আসামি এবং এ সংক্রান্ত মামলা হয়েছে ২ হাজার ১০৪টি।

মূলত আইন প্রয়োগে দীর্ঘসূত্রিতার ফলে মাদকের ব্যবসায়ী ও ভোক্তাদের একটা বড় সংখ্যাই শাস্তি পাচ্ছে না। মাদক নির্মূলে সবার অংশগ্রহণ ও সচেতনতার আহ্বান জানিয়েছেন জেলার বিশিষ্টজনেরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply