তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্র-কানাডার যুদ্ধজাহাজ; চীনের হুঁশিয়ারি

|

ছবি: সংগৃহীত

তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্র-কানাডা যুদ্ধজাহাজ পাঠানোয় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চীন।

তীব্র নিন্দা জানিয়ে বেইজিং জানিয়েছে, এসব যুদ্ধজাহাজ চীনের পর্যবেক্ষণে রয়েছে এবং যেকোনো সময় হুমকির জবাব দিতে তারা প্রস্তুত। তাইওয়ান প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধজাহাজ চলাচলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলেও জানায় বেইজিং।

এর আগে যুক্তরাষ্ট্র বিবৃতিতে জানায়, তাদের একটি ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালি দিয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে। এ সময় কানাডার একটি যুদ্ধজাহাজও মার্কিন ডেস্ট্রয়ারের সাথে ছিল। এশিয়া অঞ্চলের মিত্রদের সাথে সম্পর্কের অংশ হিসেবেই সেখানেই যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলেও জানায় যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply