হাইতিতে ধর্মপ্রচারক অপহরণের ঘটনায় ‘ফোর হানড্রেড মাওয়োজো গ্যাং’ জড়িত

|

ছবি: সংগৃহীত

হাইতিতে পরিবারসহ ১৭ মার্কিন মিশনারিকে অপহরণের সাথে অপরাধি চক্র ‘ফোর হানড্রেড মাওয়োজো গ্যাং’ জড়িত।

গেল কয়েক মাস ধরে পোর্ট অব প্রিন্স ও প্রতিবেশী দেশ ডমিনিকান প্রজাতন্ত্রের বিভিন্ন এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত এই অপরাধী চক্র। মার্কিন পররাষ্ট্র দফতার জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখছে তারা। এরইমধ্যে অপহরণের বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দেশে ফেরার সময় ১৭ জন মার্কিন খ্রিষ্ট ধর্ম প্রচারককে অপহরণ করে ‘ফোর হানড্রেড মাওয়োজো গ্যাং’ নামে একটি অপরাধী চক্র। বিবিসির সূত্রে জানা গেছে, দেশটিতে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে হাইতির একটি অনাথ আশ্রমের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছিলেন তারা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বিমানবন্দর গামী একটি বাসেও উঠেন ওই ১৭ ধর্মপ্রচারক। তবে সেখান থেকেই অপহৃত হন তারা। এর পর থেকে তাদের পরিবারেরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারের শিশু সদস্যদেরও কোন হদিস নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply