ঘরের মাঠে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জয় পেয়েছে তারা।
এসি মিলানের মাঠে ২-০ গোল নিয়ে ফেরে গানাররা। তাই এই ম্যাচে ড্র করলেই নিশ্চিত হতো তাদের। তবে ম্যাচের ৩৫ মিনিটে কালহানগুলুর গোলে এগিয়ে যায় এসি মিলান। ম্যাচে অবশ্য বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি মিলান। ৪ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান ওয়েলব্যাক। আর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে যাকা এবং ৮৬ মিনিটে ওয়েলব্যাকের ২য় গোলে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের দল।
Leave a reply