বিশ্বকাপে তিন যাযাবর ক্রিকেটার

|

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন ৩ যাযাবর ক্রিকেটার। ছবি: সংগৃহীত

ক্রিকেটের যাযাবর হয়ে খেলছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে নিজ দেশের পরিবর্তে অন্য দেশের জার্সি গায়ে। এদের একজন নামিবিয়ার ডেভিড ভিসে। গেল আসরে প্রোটিয়াদের হয়ে খেলা ভিসে এবার দেশ পাল্টে খেলছেন নামিবিয়ার হয়ে। একই ভূমিকায় কিউই ক্রিকেটার মার্ক চ্যাপম্যান। এর আগে খেলেছেন হংকংয়ের জার্সিতে। আর সাবেক প্রোটিয়া ক্রিকেটার ভ্যান ডার মারউই খেলছেন নেদারল্যান্ডসের হয়ে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ডেভিড ভিসে খেলেছেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরের বছরই কলপ্যাক চুক্তিতে যোগ দেন ইংলিশ ক্লাব সাসেক্সে। আর তাতেই প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখেন ডেভিড ভিসে।

গল্পের সমাপ্তি এখানেই টানেননি ভিসে। চার বছর পরের আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন মাঠে নামার অপেক্ষায় তিনি। তবে সেটি দক্ষিণ আফ্রিকা নয়, বরং নামিবিয়ার জার্সি গায়ে।

ব্রেক্সিট চুক্তির কারণে স্থানীয় হিসেবে খেলা হয়নি সাসেক্সে। দু’কূল হারিয়ে তখন রীতিমতো যাযাবর জীবন ভিসের। এরপরই দৃশ্যপটে হাজির সাবেক প্রোটিয়া সতীর্থ অ্যালবি মরকেল। কাজ করছেন নামিবিয়ার কোচিং স্টাফের সদস্য হিসেবে। তাই ভিসেকে প্রস্তাব দিলেন নামিবিয়ার জার্সি গায়ে খেলার। আর সে ডাকে সাড়া দিয়ে আরও একটি বিশ্বকাপ মঞ্চে হাজির যাযাবর ভিসে।

নিজ দেশের পরিবর্তে ভিন্ন দেশের হয়ে খেলা এমন আরো দু’জন ক্রিকেটার আছেন এবারের বিশ্বকাপে। যার একজন ভিসের সাবেক দেশ দক্ষিণ আফ্রিকার। রুলফ ভান ডার মারউই এখন খেলছেন নেদারল্যান্ডসের জার্সি গায়ে। বাঁহাতি এই অর্থোডক্স স্পিনার এক সময় ছিলেন প্রোটিয়া দলের নিয়মিত সদস্য।

আর হংকংয়ের হয়ে অভিষেক হওয়া মার্ক চ্যাপম্যান এবার খেলবেন নিউজিল্যান্ডের হয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply